সাত আসনে ছাড় পেল ১৪ দলীয় জোট
চৌদ্দ দলীয় জোটের শরিকদের সাতটি আসন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও সেই আসনগুলো উল্লেখ করেনি দলটি। তবে, কোন দলকে কতটি আসন দেওয়া হয়েছে, সেটি প্রকাশ করেছেন জোট সমন্বয়ক।
চৌদ্দ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজকে চৌদ্দ দলীয় জোট নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’
আমু জানান, জাসদকে তিনটি, ওয়ার্কার্স পার্টিকে তিনটি এবং জাতীয় পার্টি জেপিকে একটি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ।