শরিকদের যে সাত আসন ছাড়ল আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক তিনটি দলের জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাসদকে তিনটি করে এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সাতটি আসনে ১৪ দলের শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার নির্বাচন করবে বরিশাল-৩ আসন থেকে। এ ছাড়া রাজশাহী-২ থেকে ফজলে হোসেন বাদশা ও সাতক্ষীরা-৪ থেকে মোস্তফা লুৎফুল্লাহ আহসান নির্বাচনে অংশ নেবেন। আর কুষ্টিয়া-২ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষ্মীপুর-৪ থেকে মোশারফ হোসেন ও বগুড়া-৪ থেকে রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু আরও জানান, জেপির আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ থেকে ১৪ দলের প্রার্থী। তবে তরিকত ফেডারশন বা ১৪ দলের অন্য শরিক দলগুলোকে আর কোনো আসন ছেড়ে দেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।