নির্বাচনের নামে নির্মম খেলায় মেতেছে সরকার : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন আজকের ক্ষমতাসীন সরকার নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম, আজ সেই গণতন্ত্র বাংলাদেশে নেই। নিশিরাতের সরকার আজ ক্ষমতায় অধিষ্ঠিত। তারা আজ নির্বাচনের নামে এক নির্মম খেলায় মেতেছে।’
আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির এই জ্যেষ্ঠ নেতা।
নজরুল ইসলাম খান বলন, ‘যারা সরকারবিরোধী রাজনৈতিক দল, তারা এই নির্বাচনি খেলা বর্জন করেছে। আর যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা সবাই ক্ষমতাসীন দলের যিনি প্রধান, তার পা ছুঁয়ে সালাম করছেন, তার আশীর্বাদ নিচ্ছেন। আর পিঠা ভাগাভাগির মতো আসন ভাগাভাগির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে বাংলাদেশের সবাই জানে, কোন রাজনৈতিক দল বা কোন দলের নেতা আগামী নির্বাচনে বিজয়ী হবেন। যদি সেটিই হয়, তাহলে ৭ তারিখের নির্বাচনি খেলা, এই প্রহসন, এই রসিকতার কী অর্থ আছে? কেন এই কাজটা করতে প্রায় সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে নিয়োগ করা হবে? কেন এই কাজটা করার জন্য বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হবে? এটা কোনো নির্বাচন না।’