ইমামদের ভাতা তিনগুণ করার ঘোষণা সাবেক মেয়র জাহাঙ্গীরের
গাজীপুরে বিজয়ের মাস ডিসেম্বর থেকে মহানগরীর ৫৭টি ওয়ার্ডের প্রায় ২৬ হাজার ইমাম ও খতিবদের প্রত্যেককে সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়া গৃহহীন ইমাম ও খতিবদের ঘর নির্মাণ করে দেওয়া হবে এবং অসচ্ছল পরিবারকে কর্মসংস্থান করে দেওয়ারও ঘোষণা দেন তিনি।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগরের গাছা থানার হাজীর পুকুর বালুর মাঠে আয়োজিত মহানগর ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে জাহাঙ্গীর আলম এই ঘোষণা দেন।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমার সময়ে মহানগরীর ইমাম-খতিবদের সম্মানি ভাতা চালু করেছিলাম মাসিক এক হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা। এবার আমার মা জায়েদা খাতুনকে নির্বাচিত করায় ওই ভাতাকে তিনগুণ বাড়িয়ে বাৎসরিক ৩৬ হাজার টাকা করে দেওয়া হবে। যা বিজয়ের মাস ডিসেম্বর থেকে চালু হয়ে জানুয়ারি থেকে প্রত্যেকে ইমাম-খতিবদের ব্যাংক হিসেবে চলে যাবে। এ ছাড়া পর্যায়ক্রমে গৃহহীন ইমাম ও খতিবদের ঘর নির্মাণ করে দেওয়া হবে এবং অসচ্ছল পরিবারকে কর্মসংস্থান করে দেওয়া হবে।
সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণের সমালোচনা করে জাহাঙ্গীর আরও বলেন, আমার বিগত সময়ে মসজিদ মাদ্রাসায় অনুদান কার্যক্রম সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ বন্ধ করে দিয়েছিলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে এমন সিদ্ধান্ত মেনে নেয়নি সিটির জনগণ। তারই নীরব প্রতিবাদ জানিয়ে আপনারা গত সিটি নির্বাচনে আমার মাকে নির্বাচিত করে সময়োচিত জবাব দিয়েছেন।
গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাসিকের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ইমাম-খতিবদের সাবেক সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, আবু বাকার সিদ্দিক, অলি উল্লাহ মমতাজি, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।