যশোরের বেনাপোল সীমান্তে ২০ স্বর্ণের বারসহ আটক ১
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে স্বর্ণের বারসহ আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ারের বাড়ি পুটখালী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার।
বিজিবি জানায়, সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম, যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি বলেন, ‘উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।’