কৃষিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কৃষিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত, আওয়ামী লীগ এমন কোনো দেউলিয়া দল নয় যে কারো অপরাধ ক্ষমা করে কোনো দলকে নির্বাচনে আনতে হবে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় নিয়ম-নীতি ভঙ্গ করে এ ধরনের উদ্ভট প্রস্তাব দল ও সরকার দেয়নি। তাদের ২০ হাজার নেতাকর্মী জেলে আছে সেটাও আমরা স্বীকার করি না।’
এর আগে গতকাল রোববার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপিকে ভোটে আনার সব চেষ্টাই হয়েছে। এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি দলটি। ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে কি আর এই হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটাই করা হয়েছে, আমরা চিন্তাভাবনা করেই করেছি।’
ড. রাজ্জাক বলেন, ‘তারা যদি নির্বাচনে আসে তবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে- এমন কথা নির্বাচন কমিশন থেকে তাদের বারবার বলা হয়েছে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল যে সবাইকে জেল থেকে মুক্ত করা হবে। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যাবে।’
আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই বলেও জানিয়েছেন তিনি।