হরতালের সমর্থনে রাজধানীতে যুবদলের মশাল মিছিল
তফসিল বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর চারটি এলাকায় এ মশাল মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
সোমবার রাত ৮টার দিকে রাজধানীর বারিধারায় মশাল মিছিল বের করেন যুবদলে উত্তরের নেতাকর্মীরা। এতে অংশ নেন যুবদলের সহসভাপতি রুহুল আমিন ওয়াকিল, উত্তরের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ ছাড়া রাজধানীর আগারগাঁও, ভাটারা এবং রামপুরার বনশ্রীতেও মশাল মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এনটিভি অনলাইনকে বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু। আমাদেরও নির্বাচন বর্জন এবং একদফা আন্দোলনের চূড়ান্ত ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাজপথেই ফয়সালা করা হবে।’