শোভাযাত্রা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে আওয়ামী লীগ
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শোভাযাত্রা শুরুর আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান করছে আওয়ামী লীগ। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমণ্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হবে।
আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। আজ দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ধানমণ্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধুর ভবনের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা থেকেই দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছে। প্রথমে মহিলা শ্রমিক লীগের একটি মিছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন। এরপর বেশ কয়েকটি মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে সেখানে উপস্থিত হন।
এদিকে দুপুর ১২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় কণ্ঠশিল্পী আলম আরা মিনুসহ দেশের নামকরা শিল্পীরা গান পরিবেশ করছেন। মঞ্চে রয়েছে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এসময় ঢাকা-১০ আসনের নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।