শামীম হক প্রার্থিতা ফিরে পাওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা আদালতে বৈধ হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাইকোর্ট থেকে রায় ঘোষণার পরেই ফরিদপুর সদরের রাসেল স্কয়ার এলাকার আওয়ামী লীগের অফিস থেকে মিছিল বের করা হয়।
মিছিলে জেলা আওয়ামী লীগের নেতা আবু নাঈম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ঈমান আলী, পৌরসভার কাউন্সিলর মোবারক খলিফাসহ দলটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে শামীম হকের সমর্থনে নেতাকর্মীরা নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শামীম হক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণকে নৌকার প্রার্থী শামীমকে বিজয়ী করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে দুপুরে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেয় আদালত। শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সোমবার (১৮ ডিসেম্বর) শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। তার রিট খারিজ করে বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন তিনি।
শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তার আপিল মঞ্জুর করা করায় শামীম হকের প্রার্থিতা বাতিল হয়।