ট্রেনে আগুন : নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির
ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিবৃতিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ ধরনের জঘন্য ও নৃশংস অপরাধ কেবলমাত্র গণবিরোধী শক্তির সহায়তায় সম্ভব।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ যারা ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে এবং চারজন যাত্রীর জীবন কেড়ে নিয়েছে, তারা নিঃসন্দেহে অমানবিক। বিশেষ মহলের সম্পৃক্ততা ছাড়া যা করা সম্ভব নয়।’
বিএনপির এই নেতা বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনগণের মনোযোগ সরিয়ে নিতে চক্রান্ত হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে কি না, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সন্দেহ রয়েছে।
রিজভী বলেন, ‘নাশকতাকারীরা মানবতার শত্রু। এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং এর তীব্র নিন্দা জানাই। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’ তিনি অবিলম্বে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন রিজভী।
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা হরতাল শুরুর মাত্র এক ঘণ্টা আগে মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিলে শিশুসহ অন্তত চারজন নিহত হয়। ভোর ৫টা ৪ মিনিটের দিকে ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।