দেশের মানুষ এখন দুই-তিনটা করে মোবাইলফোন ব্যবহার করছে : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ এখন দুইটা- তিনটা করে মোবাইলফোন ব্যবহার করছে। এ মোবাইলফোন কে দিয়েছে? আমরাই দিয়েছি। দেশে জনসংখ্যা হলো সতের কোটি। অথচ মোবাইলফোনের সিম ব্যবহার হচ্ছে ১৮ কোটির বেশি।
প্রধানমন্ত্রী আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এখান থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনি প্রচারণা শুরু করেন। জনসভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশের একজন মানুষও যেন ভূমিহীন না থাকে। আমরা শিক্ষার মানোন্নয়ন করেছি। আমাদের সময়ে শিক্ষার হারও বেড়েছে। আমাদের আমলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে।’
আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ একটানা ক্ষমতায় আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা যখন দেশের দায়িত্ব নেন তখন এক টাকাও রিজার্ভ ছিল না। একটি ভঙ্গুর দেশের ভঙ্গুর অর্থনীতিকে তিনি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার বাবা, মা ও ভাইদের নৃশংসভাবে হত্যা করে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যই আমরা কাজ করছি।’
এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।