ট্যাঙ্কলড়ির ধাক্কায় অটোভ্যানচালকসহ নিহত ২
জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী ট্যাঙ্কলড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানচালক রফিকুল ইসলামসহ ভ্যানযাত্রী আব্দুস সোবহান নিহত এবং ওই ভ্যানের অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ভ্যানচালক রফিকুল ইসলামকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তরের পথে তাঁরও মৃত্যু হয় ।
নিহত ভ্যানচালক রফিকুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত অসিমুদ্দিনের ছেলে ও ভ্যানযাত্রী সোবাহান মোল্লা (৬১) একই গ্রামের জিয়ার উদ্দীনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কয়েকজন যাত্রীসহ কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে জয়পুরহাটের দিকে আসছিল। ভ্যানটি ওই সড়কের পুলিশ প্লাজা এলাকায় পৌঁছালে একটি তেলবাহী লড়ি পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় ভ্যানচালকসহ চারজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ভ্যানচালক রফিকুলের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তরের (রেফারড) পথে তাঁরও মৃত্যু হয়।