গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালক মুহাম্মদ উল্লাহ (৪০) নিহত এবং প্রাইভেটকারে থাকা তিন সহোদর মারাত্মক আহত হয়েছেন। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুনে পুড়ে যায়।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহণকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার বাসটিকে ওভারটেক করতে গিয়ে বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়।
ঘটনার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণ এবং বাসটি আংশিক পুড়ে যায়। এ সময় মহাসড়কের ওই স্থানে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রাইভেটকারচালক মুহাম্মদ উল্লাহ (৪০) ও প্রাইভেটকারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ইফাদ (১৬) ও ফাহাদ (১৯) মারাত্মক আহত হন। সংকটজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চালক মুহাম্মদ উল্লাহর মৃত্যু হয়। নিহত মুহাম্মদ উল্লাহ মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আহত তিন সহোদর একই গ্রামের হযরত আলীর ছেলে। আহত তিন সহোদরের মধ্যে ফাহিম ও ইফাদের অবস্থা আশ়ঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত ফাহাদকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেজাউল মওলা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। বাসটিকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সাথে বাসের সংঘর্ষ হয়। ফলে প্রাইভেটকারের ট্যাংকির অকটেনে আগুন ধরে যায়। একপর্যায়ে বাসটিতেও আগুন ধরে। ফলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে সম্পূর্ণ পুড়ে যায় এবং সিট কভারসহ বাসটির আংশিক পুড়ে যায়। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।
কাশিয়ানী হাইওয়ে থানার পরিদর্শক মো. আবুল হাসেম মজুমদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে ও বাসটি আংশিক পুড়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’