ইমো অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, থানায় জিডি
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. জাহাঙ্গীরের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে বিকাশ নম্বরে টাকা চেয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও থানায় জিডি করেন ভুক্তভোগী।
মো. জাহাঙ্গীর জানান, কে বা কারা তার ইমো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পরিচিতদের কাছে খুদে বার্তা পাঠিয়ে বিকাশ নম্বরে টাকা চাইছে। ইতোমধ্যে কয়েকজন টাকা পাঠিয়েছেন বলেও জানতে পারেন তিনি। ওই নম্বরে সবাইকে টাকা লেনদেন না করার জন্য অনুরোধ করেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘আমি মো. জাহাঙ্গীর। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কারওয়ান বাজারে এনটিভি অফিস থেকে ইমো অ্যাকাউন্ট (jahangir alam) ব্যবহার করতে ব্যর্থ হই। কে বা কারা অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিত অনেকের কাছে বিকাশে (01977606788) টাকা চাইছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় আপাতত বিষয়টি সাধারাণ ডায়েরি করে রাখা হলো।’
জাহাঙ্গীরের আত্মীদের কাছ থেকে তার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করা অপরাধীদের পাঠানো কয়েকটি খুদে বার্তার স্ক্রিনশট এনটিভির হাতে এসেছে। এতে লেখা হয়েছে, ‘মেডিকেলে আসছি জরুরি টাকা দরকার। ১৫ হাজার টাকা দাও। আগামীকাল বিকেলে পরিশোধ করে দেব। জরুরি না হলে টাকা চাইতাম না। নিজের কাছে না থাকলে অন্য কারও কাছ থেকে ম্যানেজ করে দাও।’
এমন বার্তা পেয়ে অনেকেই টাকা পাঠিয়ে দিচ্ছেন বলে জানান জাহাঙ্গীর আলম।
জিডির বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহাম্মদ এনটিভি অনলাইনকে বলেন, ‘ইমো হ্যাক করে অর্থ আত্মসাতের বিষয়টি জেনেছি। অপরাধীদের বিকাশ নম্বর ট্রেস করার জন্য আজকেই ডিএমপির সাইবার অপরাধ তদন্ত বিভাগে আবেদন করা হবে।’