কারও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের কারও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। একইসঙ্গে নির্বাচন কমিশনার আনিসুর রহমানের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, এই নির্বাচন কমিশনার ‘আওয়ামী অনুগত, আওয়ামী ফ্যাসিবাদের দোসর।’
‘দেশের বেশিরভাগ জনগণের পক্ষে কাজ করা দল হচ্ছে বিএনপি’ উল্লেখ করে রিজভী বলেন, ‘সারা দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। এই বিরাজমান পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী বলে বিএনপি নাকি সন্ত্রাসী দল ‘ তিনি বলেন, ‘কারও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। জনগণের ভাগ্য নিয়ে তো আপনি ছিনিমিনি খেলছেন।’
সিপিডির তথ্যের প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আজকে সিপিডি বলেছে, গত ১৫ বছরে শুধুমাত্র ব্যাংক থেকেই ৯৬ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। কারা করেছে? আপনারা (আওয়ামী লীগ) করেছেন।’
ইসির উদ্দেশে রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনার আনিসুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি কথা বলেন, হাছান মাহমুদের চাইতেও তাকে আরও বেশি মনে হয়েছে আওয়ামী অনুগত, আওয়ামী ফ্যাসিবাদের দোসর। আজকে নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে, মানুষের স্বাধীনতা নিয়ে যে শয়তানি করা হচ্ছে, সামগ্রিকভাবে সেই শয়তানের অনুচর মনে হচ্ছে এই নির্বাচন কমিশনার আনিসুর রহমানকে।’