নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা কমেছে : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা কমেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার (২৪ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় নিজের নির্বাচনি প্রচার-প্রচারণাকালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘নির্বাচনে না এসে বিএনপি বাজে কাজ করেছে। দুর্বল নেতৃত্বের কারণে পিছিয়ে পড়েছে বিএনপি। আমরা তাদের আমলে নিচ্ছি না।’
আব্দুল মোমেন আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ায় বিদেশিরা তাদের আর প্রমোট করছে না। নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা কমেছে। বিদেশিরা বুঝেছে, সন্ত্রাসীদের প্রমোট করলে নিজেদেরও বারোটা বাজবে।’
সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ভোটে আসেননি, তাদের সমর্থকরা অদৃশ্য ভোটার হয়ে যান।’
এদিন সকালে জিন্দাবাজার এলাকায় নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালান সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ছাড়া আরও চারটি নিবন্ধিত দলের চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় তাদের তেমন একটা দেখা যায়নি।