তিন দিনের নতুন কর্মসূচি বিএনপির
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফসিল বাতিলের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।
আজ রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়ালি কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় রুহুল কবির রিজভী জানান, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।
রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে।