আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, অভিযুক্ত আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ খুনের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার খোলাপাড়া গ্রামের দুল্লাপাড়ার আব্দুল মন্নাফের ছেলে মোশাররফ হোসেন সোমবার সন্ধ্যায় খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চবিদ্যালয় সংলগ্ন মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর রাস্তা পার হতে গেলে পেছন থেকে চলন্ত একটি রিকশা ধাক্কা দেয়। এ ঘটনায় মোশাররফ হোসেন রিকশাচালক একই গ্রামের ইমরানকে জিজ্ঞাসা করে, কেন রিকশা ধাক্কা দিল। এতে রিকশাচালক একই গ্রামের ইমরান রেগে গিয়ে রিকশায় থাকা পানি খাওয়ার জগ দিয়ে মোশাররফকে এলোপাতাড়ি আঘাত করে। সাথে সাথে মোশাররফ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত উদ্বার করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ইমরানকে আটক করে এবং লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।