ইসলামী আন্দোলনের ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
নির্বাচন বর্জন ও বাতিলের দাবিতে পাঁচদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
কর্মসূচির মধ্যে আছে, একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের লক্ষ্যে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা এবং নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দেবে দলটি।