বিএনপি নেতাদের মধ্যে দেশপ্রেম নেই : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির আন্দোলন হচ্ছে দেশে সন্ত্রাস করা। বিএনপি নেতাদের মধ্যে দেশপ্রেম নেই। তারা দেশের শত্রু। দেশকে কিছু দেবার যোগ্যতাই তাদের নেই।’
আজ শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। জনসভামঞ্চে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি আমার জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছি। আর বিএনপি দেশ ধ্বংস করতে সন্ত্রাস করে চলেছে।’
সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকা।
দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনারাই আমার শক্তি। এ টুঙ্গিপাড়ার মাটিতেই শুয়ে আছেন আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ টুঙ্গিপাড়ার মাটি অত্যন্ত পবিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে। আমি ও আমার ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যাই। আমাদের কোনো অধিকার ছিল না। আমি বুকে পাথর বেঁধে এসেছিলাম এ দেশের মাটিতে। এ দেশকে নিয়ে আমার বাবার যে স্বপ্ন ছিল, আমি তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ কাজে আমার ছোট বোন শেখ রেহানা আমাকে সহযোগিতা করে চলেছে। রেহানার এ সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না। আমি আমার জীবনকে উৎসর্গ করেছি এদেশের মানুষের জন্য।’
দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন কাজের বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। মানুষকে ঘর তৈরি করে দিয়েছি। আমরা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। একইসঙ্গে স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা নির্মাণ করেছি।’
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি শুধু আমাকেই হত্যার চেষ্টা করে ক্ষান্ত হয়নি, তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের আন্দোলন হচ্ছে দেশের ক্ষতি করা আর সন্ত্রাস করা। এদের মধ্যে দেশপ্রেম নেই।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে বসে তারেক রহমান হুকুম দিয়ে দেশে সন্ত্রাসী কাজকর্ম করাচ্ছে। লন্ডনে বসে দেশে আগুন সন্ত্রাসের হুকুম দিচ্ছে।’