ভোটার শূন্য নির্বাচন পাগলের প্রলাপ : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, কারোরই পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। নির্বাচন হবে কমিশনের অধীনে, প্রার্থী নির্বাচিত করবেন ভোটাররা। নির্বাচন বানচাল আর প্রশ্নবিদ্ধ করতে অযৌক্তিক অভিযোগ করছে বিএনপি-জামায়াত। তিনি বলেন, যারা বলছেন—ভোটার শূন্য নির্বাচন হবে, তারা পাগলের প্রলাপ বকছেন।
কুষ্টিয়া শহরে নিজ বাড়িতে আজ রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে, তারপরেও একটা শঙ্কা থাকে। কারণ, বিএনপি চোরাগোপ্তা হামলা বন্ধ করেনি।’ তিনি বলেন, ‘এসব করে লাভ নেই। কারণ, ইতোমধ্যেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব শুরু হয়েছে। যারা বলছেন, ভোটার শূন্য নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে না, তারা পাগলের প্রলাপ বকছেন।’
হানিফ আরও বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। অন্য দেশের পক্ষে আমাদের ভোটে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো অবস্থা হয়েছে বিএনপির।’
পরে হানিফ ঝাউদিয়া ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সভায় অংশ নেন।