জাপা দলগতভাবে নির্বাচন থেকে সরে যাবে বলে মনে হয় না : ওবায়দুল কাদের
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় পার্টি (জাপা) প্রসঙ্গে বলেছেন, দলগতভাবে নির্বাচন থেকে তারা সরে যাবে বলে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারা কেউ সরে যায়নি। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ড. মুহাম্মদ ইউনূসের রায় প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আদালতের রায়েই দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। তিনি যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন, তারাই মামলা করেছে। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?’
জাতীয় পার্টি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টির দু-একজন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন না-ও করতে পারেন। কিন্তু, দলগতভাবে নির্বাচন থেকে তারা সরে যাবে বলে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে, তারাতো কেউ সরে যায়নি।’
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন ‘নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে, বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে।’