জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ ফেব্রুয়ারি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ দিন ধার্য করেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। তবে এ মামলার আসামি তার মা পলাতক রয়েছেন।’
বেলাল হোসাইন বলেন, ‘আজ এ মামলায় কোনো সাক্ষী না আসায় দুদক সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করে। পরে বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ঠিক করেন।’
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। পরবর্তীতে ২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।