নির্বাচনের ফলাফলেই নির্ধারণ হবে বিরোধী দল : ওবায়দুল কাদের
আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে কে বসতে যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের ফলাফলেই নির্ধারণ হবে আগামী জাতীয় সংসদের বিরোধী দল। নির্বাচন শেষ হলে এ বিষয়টা তখনি পরিষ্কার হবে। স্পষ্ট হবে। এ মুহূর্তে এটা নিয়ে কিছু বলার প্রয়োজন নাই। আমরা ইনশাআল্লাহ নির্বাচনে বিজয়ী হবো।’
আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও এলাকায় আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে ওবায়দুল কাদের ওআইসির তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেন।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো আসন পাবে- এমন একটি প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা কত আসন পাব, সেটা এখনই বলতে চাই না। তবে বিএনপি নির্বাচনে এলে এটি মোর কম্পিটিটিভ হতো। এখনও কম্পিটিটিভ হবে।’
যুক্তরাষ্ট্রের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কেন ভিসা নীতি আসবে না? আমরা এটা যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাই।’
নির্বাচনের দিন বিএনপির হরতাল আহ্বানের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হরতাল আন্দোলনের মরচে ধরা হাতিয়ার। বিএনপি এটা আগেও করেছে। কোনো লাভ নেই। এটা বিএনপির হরতাল অবরোধের সময় কয়েকদিন আগেও আমরা দেখলাম। হরতালের দিন ঢাকা শহরে যানজট আরও বেশি হয়।’