বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, বিএনপিনেতা নবী রিমান্ডে
রাজধানীর গোপীবাগে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শনিবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি মোহাম্মদ নবী উল্লাহকে হাজির করে সাত দিন রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে নবীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি বিচারক জামিনের আবেদন নাকচ করে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।