দেশ-বিদেশে নির্বাচন ‘প্রহসন’ বলে স্পষ্ট : ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন যে সম্পূর্ণ প্রহসনের নির্বাচন, সেটা দেশ-বিদেশে স্পষ্ট হয়ে গেছে। এটা আর কাউকে ব্যাখ্যা করে বলে দিতে হচ্ছে না। আজ শনিবার (৬ জানুয়ারি) রাতে সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির এই সুদীর্ঘ সময়ের আন্দোলনে সত্যিকার অর্জন কী—প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘উত্তরটি উপলব্ধি করতে হলে সবাইকে দেশের বিরোধীদলের ওপর বর্তমান সরকারের চরম অত্যাচার-নির্যাতন তথা মিথ্যা-বানোয়াট মামলা-হামলার বিষয়গুলো বিবেচনায় এনে বিশ্লেষণ করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। প্রথমত, সরকার বলেছিল—নির্বাচনি লোভ দেখিয়ে বিএনপিকে তছনছ করে দেবে। বাস্তবতা হচ্ছে উল্টো। একদিকে তারা বিএনপির জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত নেতাদের পথভ্রষ্ট করতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে বাস্তবে এই নির্বাচন-নির্বাচন খেলায় আওয়ামী লীগের জোটের দল ও বিপরীতে তাদের গৃহপালিত বিরোধীদলের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে নিজেরাই হ-য-ব-র-ল হয়ে গেছে। এই নির্বাচন যে সম্পূর্ণ প্রহসনের একটি নির্বাচন সেটা এত স্পষ্ট হয়ে গেছে যে এটা আর কাউকে ব্যাখ্যা করে বলে দিতে হচ্ছে না।