ডামি নির্বাচন আওয়ামী লীগকে নৈতিক বৈধতা দেবে না : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনায় রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেবে না। ভোট বর্জনের মধ্য দিয়ে মানুষ তাদের অহিংস প্রতিবাদের শক্তির প্রমাণ দিয়েছে।
আজ সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দলটির সংহতি মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সভায় এসব কথা বলেন সাইফুল হক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘তামাশার নির্বাচন ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে। দেশে একদলীয় শাসনের বিপদ বাড়িয়ে তুলবে। গতকাল অনুষ্ঠিত নজিরবিহীন ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনায় রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেবে না। এই নির্বাচন দেশকে প্রকারান্তরে প্রবল কর্তৃত্ববাদী একদলীয় অগণতান্ত্রিক শাসনের দিকেই পরিচালিত করবে। ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে। অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারকে আরও বিপদগ্রস্ত করবে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘গতকালের নির্বাচনের তামাশা একদিকে দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি ব্যবস্থাকে কবরে পাঠিয়েছে। অন্যদিকে, দেশের অবশিষ্ট বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকেও গভীর খাদে নিক্ষেপ করেছে। সরকার ও সরকারি দলের একতরফা ভাগবাটোয়ারার ডামি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা প্রকাশ করায় দেশবাসীকে অভিনন্দন জানাই।’
সাইফুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মোহাম্মদ শিমুল, আইয়ুব আলী ও জামাল সিকদার প্রমুখ।