নওগাঁয় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে পিকআপ চালক আকরাম হোসেন (৪৫), একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রাজন ইসলাম (৩৫) ও নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার মৃত আবদুল কাদিরের ছেলে রবিউল ইসলাম (৪০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও দুজনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধারের কাজ শেষ করেছে মান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ। নিহতদের মরদেহ এখন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যানগুলোকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’
মোজাম্মেল হক কাজী আরও জানান, এ ঘটনায় কেউ মামলা করলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আর যদি কেউ আপত্তি বা মামলা না করেন তাহলে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।