মির্জা ফখরুলের জামিন শুনানিতে যা হলো
নাশকতার ৯ মামলায় নিজেকে গ্রেপ্তার দেখানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন। আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগ এই আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ইসলামের ৯টি মামলায় শুনানি শেষে আদালত রমনা থানার দুটি মামলায় এবং পল্টন ৬০(১০)২৩, ১৩(১১)২৩, ৪(১১)২৩, ২(১১)২৩, ৭(১১)২৩, ৫৪(১০)২৩ সহ নয়টি মামলায় জামিন দিয়েছেন।
জামিন শুনানির বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ শুনানিতে বলেন, মাননীয় আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স্ক ব্যক্তি। তিনি ঘটনাস্থলে ছিলেন না। এ ছাড়া সিআরপিসির ৪৯৮ অনুসারে তিনি জামিন পেতে পারেন। কারণ, এমন অনেক সিদ্ধান্ত আপীল বিভাগ থেকে দেওয়া আছে।
আইনজীবী আরও বলেন, ‘৯ মামলার প্রত্যেকটিতে বলা হয়েছে গত ২৮ অক্টোবর মহাসমাবেশে মির্জা ফখরুল নাকি নাশকতার উসকানি দিয়েছে। কিন্তু, তিনি স্টেজে ছিলেন। তিনি কোন উসকানি দেননি। এ ছাড়া তার বয়স ৭৬ বছর। গ্রেপ্তারের পর তার পাঁচ কেজি ওজন কমে গেছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ—একতরফা যেন ভোট করা যায়। তার হার্টের রোগ আছে ও ঘাড়ের সমস্যা রয়েছে। তার জামিন দেন। অতীতে তিনি জামিন নিয়ে শর্ত ভঙ্গ করেননি, এবারও করবেন না।’
এর আগে গতকাল আদালতে মির্জা ফখরুলের আইনজীবী গ্রেপ্তার দেখানোর আবেদন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে জামিন শুনানির জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেন।
মির্জা ফখরুল ইসলামের আইনজীবী হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ৯ মামলায় জামিন পেলেও, তিনি আরও দুই মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাই তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।