অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধার
মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের দুটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল (৩৫ কোটি টাকার) সরকারি জমি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর ফলে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাধা কেটে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল পর্যন্ত। এ সময় মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে সরকারি জমিতে নির্মিত প্লাস্টিক কনসার্ন প্রা. লিমিটেড এবং পিডি লাইট স্পেশালিটি ক্যামিকেলস লিমিটেড নামের অবৈধ দুটি স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে উদ্ধার হয় প্রায় ৭০ শতাংশ জমি। জার বাজার মূল্য ৩৫ কোটি টাকা।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা জানান, গুরুত্বপূর্ণ ঢাকা-মুক্তারপু-মুন্সীগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমি অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরো দমে শুরু হয়েছে। কিন্তু নোটিশ দেওয়ার পরও প্রতিষ্ঠান দুটি সরকারি সম্পত্তি খালি না করে নানাভাবে সময় ক্ষেপণ করে। সর্বোচ্চ আদালতের আদেশও সরকারের অনুকূলে। তাই বিধি মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি জমিটি উদ্ধারে দুই হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চলমান মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাধা কেটে গেল। তাই খুশি প্রকল্প সংশ্লিষ্ট ও স্থানীয় ব্যক্তিরা।