কক্স কার্নিভাল ও ফুডকোর্ট উদ্বোধন
পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সর্ববৃহৎ ফুডকোর্ট কক্স কার্নিভালের যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাতে নগরীর মোটেল প্রবাল সংলগ্ন মাঠে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় ইন্ডিগো ভিডির উদ্যোগে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মজাদার খাবারের স্টল নিয়ে কক্স কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মহিউদ্দিন খান খোকনের সঞ্চালনায় ইন্ডিগো বিডির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলামের সভাপতিত্বে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্ডিগো বিডির পরিচালক ও হোটেল দি কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কৈয়ূম চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন কক্সবাজার চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোর্শেদ চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, দি হোটেল কক্স টুডের চেয়ারম্যান জি কে লালা প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আব্দুল কৈয়ূম চৌধুরী বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ইন্ডিগো বিডির যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা কক্স কার্নিভাল দেশি-বিদেশি পর্যটকদের খাবারের চাহিদা মেটাতে সক্ষম হবে। কক্স কার্নিভালের ফুড স্টলে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের রুচিসম্মত বিশুদ্ধ খাবার। প্রতিদিন সন্ধ্যা থেকে পর্যটকদের জন্য থাকছে বিনোদনমূলক লাইভ মিউজিক্যাল শো।
আব্দুল কৈয়ূম চৌধুরী আরও বলেন, ‘উন্নত বিশ্বে পর্যটন নগরীগুলোর আদলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সংলগ্ন কক্স কার্নিভালে আমরা ধাপে ধাপে পর্যটননগরী কক্সবাজারে সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে আধুনিক পর্যটন নগরী তথা স্মার্ট পর্যটননগরীতে রূপান্তরিত করতে পারব। এ ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন করপোরেশন, জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় প্রশাসনসহ কক্সবাজারবাসীর সহযোগিতা কামনা করছি।’
সভাপতির ভাষণে ইন্ডিগো বিডির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বলেন, দেশীয় পর্যটকদের সঙ্গে সঙ্গে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছেয় কক্সাবাজারকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা। এ ক্ষেত্রে সব সরকারি সংস্থা ও প্রশাসনকে পর্যটকবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর সভার মেয়র মাহবুবুর রহমান, হোটেল কক্স টুডের পরিচালক মনসুর আলী চৌধুরী, আবদুর রব শাহীন, জামিরুল হক চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত বড়ুয়া লাবু, মাহবুবুর রহমান চৌধুরী, রিহ্যাব পরিচালক দিদারুল আলম চৌধুরী, মো. তানভীর, মো. মিজান, অরবিন্দু চৌধুরী, মো. সাইফুল আলম সাইফ প্রমূখ। অনুষ্ঠানের পর জমকালো ফায়ার শো, দেশীয় নৃতা ও মিউজিম্যাল শোর আয়োজন করা হয়।