ধারাবাহিকতা থাকায় কাজ করতে সুবিধা হবে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের ধারবাহিকতা থাকায় চলমান প্রকল্প নিয়ে কাজ করতে সুবিধা হবে। আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে কর্মদিবসের প্রথম দিনে এ কথা বলেন তিনি।
নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারের চলমান প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাব। সরকারের ধারাবাহিকতা থাকায় আমাদের কাজ করতে সুবিধা হবে।’
নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন খালিদ মাহমুদ চৌধুরী। তাকে আবারও নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ প্রথমবার সচিবালয়ে এলে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।