সারা দেশে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কালো পতাকা মিছিল
ডামি নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে ইউনাইটেড ল' ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) আইনজীবীরা ঢাকার নিম্নআদালসহ সারা দেশে কালো পতাকা মিছিল করেছেন। আজ রোববার (১৪ জানুয়ারি) ইউএলএফের ব্যানারে এই কালো পতাকা মিছিল করেন আইনজীবীরা।
সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আইয়ুব আলী, ময়মনসিংহ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্ট ময়মনসিংহ বার ইউনিট কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। আজ দুপুরে জেলা বার ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী ফোরামের সভাপতি এম এ বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল হক, জেলা সহসভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভির তান্না প্রমুখ।
আকতার ফারুক শাহিন, বরিশাল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউএলএফ বরিশালের উদ্যোগে সমাবেশ করা করা হয়েছে। পরে পুলিশি বাধায় কালো পতাকা মিছিল পণ্ড হয়ে যায়।
আজ দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে ইউএলএফ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শেষে সড়কে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীনেতারা ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন দেওয়াসহ সব রাজবন্দিকে মুক্তির দাবি জানান।
ইউএলএফ জেলা কমিটির সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সহসভাপতি শহিদ হোসেন ও কাজী বশির, যুগ্ম সম্পাদক এস এম সরোয়ার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
তারেক স্বপন, নারায়ণগঞ্জ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে ইউএলএফ নারায়ণগঞ্জ জেলা শাখা । আজ দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপিপন্থী আইনজীবীরা কালো পতাকা ও ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো ভোটার ভোটকেন্দ্রে যায়নি। ২ শতাংশ ভোট দিয়েছে তাদের দলীয় নেতাকর্মীরা। আর ৯৮ শতাংশ ভোটার এই একদলীয় সরকারের সঙ্গে নেই বলে মন্তব্য করে অবিলম্বে নির্বাচন বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
আরও পড়ুন
আদালতে বিএনপি-জামায়াতপন্থিদের কালো পতাকা মিছিল
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে কালো পতাকা মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়নসহ অনেকেই।
বিক্ষোভ মিছিলটি আদালত চত্বরে প্রদক্ষিণ করে পুনরায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
রেজ আন উল বাশার তাপস, মেহেরপুর
এদিকে ভোটারবিহীন ডামি নির্বাচন বর্জনের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে
জেলা বিএনপি।
আজ সকাল ৯টায় মেহরপুর পৌর কাঁচাবাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতারা। একই দাবিতে সকাল ১০টার দিকে শহরের কোর্ট রোডে জেলা মহিলা দলের সভাপতি সায়াতুন নেছা নয়নের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।