কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা!
পৌষের শেষদিনেও সূর্যের দেখা মেলেনি। সারা দেশে হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন। বেশির ভাগ জেলায় প্রায় সারা দিনই সূর্যের দেখা মেলে না। শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন। এদিকে, কুয়াশার কারণে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে। আগামী দুই রাতে তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এর আগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলে, দেশের কোনো কোনো অঞ্চলে শীত জেঁকে বসেছে। যদিও ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ নামতে পারে।
ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রিতে। কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর, মেহেরপুর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে কাবু রাজধানীবাসীও। ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। গত দুদিনের মতো রোববারও দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। দুদিন ধরে ঢাকায় রোদের দেখা মিলছে না। শীতে জবুথবু নগরবাসীও।
তাপমাত্রা খুব বেশি না কমলেও ঘন কুয়াশার কারণে রোদ না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে শীত বেশি অনুভূত হচ্ছে। কাল থেকে হয়তো কুয়াশার দাপট কমতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ রোববার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রোববার রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এসময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
হাফিজুর রহমান বলেন, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। পরবর্তী পাঁচদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।