গোপালগঞ্জে ১৫৪ মামলার আলামতসহ মালামাল ধ্বংস
গোপালগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১৫৪টি মামলায় জব্দকৃত গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও বিদেশি মদসহ বিভিন্ন মামলার আলামত ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রিজের পাশে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে এসব আলামত ধ্বংস করা হয়।
এসময় জব্দকৃত ২৯ বোতল বিদেশি মদ, ৯৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫১৩ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ৯৬ বোতল সয়াবিন তেল, শার্ট, লুঙ্গি, কাপড়সহ বিভিন্ন মালামাল ভেঙে পুড়িয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে গোপালগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ভূইয়া ছাড়াও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ ও মতিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম, মালখানার কর্মকর্তা এসআই আব্দুল মাজেদ, সদর থানার এসআই মো. মারিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।