বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র : পিটার হাস
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. হাছান মাহমুদের সঙ্গে প্রথম দেখা করেছি। তার সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।
আজ বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের এ কথা বলেন।
পিটার হাস বলেন, ‘ড. হাছান মাহমুদের সঙ্গে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। নিরাপত্তা, প্রতিরক্ষা, ব্যবসার সম্প্রসারণ, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’
রাষ্ট্রদূত বলেন, ‘জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ ও রোহিঙ্গা সমস্যার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামীতে দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’