খুলনায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা অর্থদণ্ড
খুলনায় চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনার জন্য একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন র্যাব ৬-এর ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরীর মোহাম্মাদনগর ও গল্লামারি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান দুটির মালিককে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের সহযোগিতায় নগরীর মোহাম্মাদনগর ও গল্লামারি এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছফুরা ক্লিনিকের মালিক মো. জিয়াউর রহমানকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় এক লাখ টাকা এবং মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসেস নুরুননাহারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিমানার অর্থ তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।