ভোট নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম খান
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্য জনমতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ‘টিআইবি বিএনপির দালালি করছে’ বলে সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠিত নির্বাচন নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া অভিমতে সাধুবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘ন্যায্য কথা, বাংলাদেশের গণমানুষের পক্ষে যে বলবে তাদের ধন্যবাদ জানাই। আমরা যা বলি সেটা গুরুত্বপূর্ণ, জনগণ যা বলে সেটা গুরুত্বপূর্ণ।’
সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘জনগণ এই সরকারের স্বৈরশাসন পছন্দ করে না, জনগণ এই সরকার যে অন্যায়ভাবে আমাদের নেতাদের গ্রেপ্তার করে রেখেছে…দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। যারা এসব অন্যায়-অনাচার-জুলুম-নির্যাতন-নিপীড়ন এবং ভোট চুরির সমালোচনা করে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।’
জিয়াউর রহমানের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।