ঘাস কাটা নিয়ে বিরোধ, সাবেক ইউপি সদস্যকে হত্যার চেষ্টায় আটক ৪
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় গরুর ঘাস কাটা নিয়ে বাধে বিরোধ। সেই বিরোধের জেরে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নানের ওপর করা হয় হামলা। সেই হামলার ঘটনায় অস্ত্রসহ চারজনকে আটক করে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করে তারা।
আজ শনিবার (২০ জানয়ারি) দুপুরে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশার ৪নং ওয়ার্ডের আলমগীর পাড়ার মো. ফয়সাল উদদীন (২৬), একই এলাকার সামিউল হাসান ও উত্তর ঢেমশার মাইজ পাড়া এলাকার রাশেদ বিন ছালেহ এবং মাইজ পাড়ার মো. শাহাদাত হোসেন মিশলু।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান জানান, তার একটি গরুর ফার্ম পরিচালনা করেন। ওই ফার্মের গরুর জন্য পার্শ্ববর্তী জমিতে ঘাসের চাষ করেন। প্রায় সময়ই কে বা কারা সেই জমি থেকে ঘাস কেটে নিয়ে যায়। শনিবার একটি ছেলেকে ঘাস কাটতে দেখা যায়। ধরার চেষ্টা করলে পালিয়ে যায় সে। পরে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার মাথায় আমার ওপর হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও চারজনকে অস্ত্রসহ আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন, ধরা পড়া চারজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা বিভিন্ন সময়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনে দুপুরে অস্ত্রবাজি করা মেনে নেওয়া যায় না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি তাদের প্রশ্রয়দাতাদের খুঁজে বের করে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।