‘স্মার্ট বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে হবে’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির আকাঙ্ক্ষা পূরণ ও লক্ষ্যমাত্রা অর্জনে জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম পৌর মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘জবাবদিহিতা হলো ভালো কাজ করার পূর্বশর্ত। জনপ্রতিনিধিদের তাদের কাজ সম্পর্কে জানা এবং সঠিক দায়িত্বপালন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হলে তাদেরকে একটি ব্যবস্থাপনার মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা যাবে। সেজন্যই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসঙ্গেথে কাজ করতে হবে।’
সভার শুরুতে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আব্দুল গফফার খান, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নানসহ স্থানীয় সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
পরে মন্ত্রী জেলার সব দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে সেসব দপ্তরের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এদিন বিকেলে লাকসাম উপজেলা পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এ সময় নিবাচনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করায় নেতাকর্মীদের ধন্যবাদ দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।