বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট নিহতের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য জসিম উদ্দিন, আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।