তাপমাত্রা বাড়লেও জানুয়ারি মাসজুড়েই থাকছে শীতের প্রকোপ
সারা দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে দেশের ২১টি জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ বুধবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এরপর থেকে আবারও তা কমার সম্ভাবনা রয়েছে।
আজ সকালের দিকে দেশের চার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানায় আবহাওয়া অফিস। সকাল সাড়ে ১০টার দিকে সংস্থাটি জানায়, সর্বনিম্ন তাপমাত্রা আজ উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। এর সঙ্গে আরও দুটি জেলা মিলিয়ে মোট ১৮ জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘তাপমাত্রা আজকে বেড়েছে। এ প্রবণতা আগামী দুই দিন থাকতে পারে বলে। আবার তাপমাত্রা কমতে পারে। সে অনুযায়ী জানুয়ারি মাসজুড়েই শীতের প্রকোপ থাকতে পারে।’