যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার
গোপালগঞ্জ সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাসিম মোড়লকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাব-৩। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান।
আরিফুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া নাসিমের বিরুদ্ধে গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সর্বশেষ মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ৬ মাস জেল খাটেন তিনি। এরপর জামিনে মুক্ত হয়ে মামলাটির কোনো শুনানিতে হাজির হননি। এই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আরিফুর রহমান বলেন, ‘জামিনের পর থেকে নাসিম মোড়ল দেশের বিভিন্ন এলাকায় পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি মাদক ক্রয়-বিক্রয় করছিলেন। গ্রেপ্তার এড়াতে নিজেকে আত্মগোপনে রেখে স্থান পরিবর্তন করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’