শাহজালালে ৮ কেজি কোকেনসহ গ্রেপ্তার বিদেশি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আট কেজি ৩০০ গ্রাম কোকেনসহ দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এ অভিযান পরিচালনা করে।
ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান বলেন, দক্ষিণপূর্ব আফ্রিকান দেশ মালাউইয়ের একজন নাগরিককে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের চালান নিয়মিত আসে কিনা, সে ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি।
মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।