দুর্গম পাহাড়ে মিলল বিপুল আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ, আরসার তিন সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে দেশি-বিদেশি ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, মাইন তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করেছে র্যাব। একইসঙ্গে তিনজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উখিয়ায় কুতুপালংয়ের ২০ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন লাল পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।
কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজ দুপুরে উখিয়ায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অদুরে লাল পাহাড়ে মিয়ানমারের রাখাইন স্টেটের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একটি আস্তানা গড়ে তোলার খবর পায় র্যাবের গোয়েন্দা টিম। সন্ত্রাসীরা ওই আস্তানা থেকে রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল। এই সূত্র ধরে র্যাবের একাধিক টিম গতকাল বুধবার রাত থেকে ওই এলাকায় অভিযান শুরু করে।
কর্নেল সাজ্জাদ হোসেন জানান, আজ ভোরে র্যাব উখিয়া ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থান নেওয়া আরসার আস্তানা ঘিরে ফেলে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আস্তানা থেকে ২২টি দেশীয় আগ্নেয়াস্ত্র শতাধিক রাউন্ড গুলি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ সময় ওসমান নামে আরসার এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরসার সদস্য ওসমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মিয়ানমার সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করছেন। পরবর্তীতে ২০১৭ সালে আরসায় যোগ দেন।