প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীরা বিদায় অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়মের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলনে নেমেছে। এ সময় শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে রাখে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যালয়ের ফটকে এই আন্দোলন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক সব সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এ সময় তারা স্কুলের নানা অনিয়মও তুলে ধরে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্কুলে ছুটে আসেন। রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) আসমা সুলতানা নাসরিনও স্কুলে আসেন। এ সময় ই্উএনওর কাছে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দেয়। ই্উএনও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে চলে যায়।
শিক্ষার্থীরা জানায়, আজ তাদের পূর্ব নিধারিত বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান শিক্ষক শিউলি আক্তার তাদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে আন্দোলনের মুখে তাদের অনুষ্ঠানস্থলে ঢুকতে দিলেও পাঁচ মিনিট আলোচনা করে বিদায় অনুষ্ঠান শেষ করে দেন। এতে ফুসে উঠে শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদের উপর চড়াও হন প্রধান শিক্ষক।
শিক্ষার্থীরা আরও জানায়, বিদায় অনুষ্ঠানের জন্য তাদের কাছ থেকে অর্থ আদায় করা হলেও নিম্নমানের খাবার বিতরণ করা হয়। টিফিনে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদ করলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এরই ধারাবাহিকতায় স্কুলের বিদায়ী শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অপসারণ দাবি করে আন্দোলনে নামে।
তবে এসব অনিয়মের কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শিউলি আক্তার। তিনি বলেন, স্কুলে কোনো অনিয়ম হয়নি।
ইউএনও আসমা সুলতানা নাসরিন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। একই সঙ্গে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখা হবে।