গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন পরিবারের বসতঘর
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (২৫জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া পৌরসভার বাগান উত্তরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোটালীপাড়া থানার পরিদশৃব (তদন্ত) ফয়েজ আহমেদ জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে তিন ভাই পুতুল গাইন, বাসুবেদ গাইন ও অশোক গাইনের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসুদেব গাইন জানান, তারা তিন ভাই একই সঙ্গে ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা করেন। বাড়িতে তাদের তিনটি পরিবার একই সঙ্গে বসবাস করে। সন্ধ্যায় প্রথমে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে গ্যাস সিলিন্ডারে পাইপ লিকেজ হলে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ ৮ থেকে ১০ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও মূলবান আসবাবপত্র পুড়ে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, ঘরবাড়ি ও আসবাপত্র পুড়ে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।