রাজধানীতে দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩
রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন সজীব হোসেন (৩৫)। অপর নিহতের নাম তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় দীন মোহাম্মদ নামে আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রোমান (৩০) নামে আরও একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘ভোরের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যাযন। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সজীব হোসেন মারা যান।’
বাচ্চু মিয়া আরও বলেন, সজীব হোসেনের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায়। আর চিকিৎসাধীন দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় থাকেন।
অন্যদিকে, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রোমান (৩০) নামে এক যাত্রী দুর্ঘটনায় মারা গেছেন। তবে তাৎক্ষণিক তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।