মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক হানিফ গ্রেপ্তার
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হানিফকে (৪৭) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ডেমরার কদমতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কের পক্ষে র্যাব-১০ উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
আমিনুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর ডেমরার কদমতলা এলাকায় অভিযান চালায় র্যাব-১০। পরে রাজধানী ঢাকার শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হানিফের বাড়ি বরিশালের মুলাদী থানার বলরামপুরে। তিনি রাজধানীর মাতুয়াইলে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হানিফ ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন।