দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ওষুধ পাওয়ায় চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকির এ অভিযান পরিচালনা করেন।
নুর হোসেন বলেন, আজ নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে শহরের মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ফারিন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।